সভাপতির বাণী
বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯২০সালে প্রতিষ্ঠিত হয়। প্রত্যন্ত এই এলাকায় শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে।
বর্তমান সরকার শিক্ষার গুণগত মান বিকাশে বদ্ধপরিকর এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকায়ন ও শিক্ষার্থী এবং অভিভাবকগনের নিকট তথ্য সরবরাহ সহজ করার জন্য আধুনিক মানের ভবন নির্মাণ, উন্নত মানের তথ্য প্রযুক্তির ল্যাব স্থাপন ও ডায়নামিক ওয়েবসাইট চালু করছে।
আমি প্রত্যাশা করি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলে জাতি গঠনে অনন্য অবদান রাখবে।
আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি । সেই সাথে প্রতিষ্ঠানটি যেন সুন্দর ও সাবলীল ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
মোহাম্মাদ আলী সাগর
সভাপতি
বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়
বাঘড়া,শ্রীনগর,মুন্সিগঞ্জ।
